২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত রোমাঞ্চকর হিমালয়ান কার র্যালিতে চতুর্থ হলেন কোচবিহারের নিকুঞ্জ তোশনিওয়াল । ছয়দিনের এই কার র্যালি চলে ভারত, নেপাল ও ভুটানের হাইওয়ে-সহ বিভিন্ন বনজঙ্গল ও পাহাড়ি এলাকার ১৬৫০ কিলোমিটার দুর্গম পথে । নিকুঞ্জের এই সাফল্যে তাঁকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে । তাঁর বাবা বিকাশ তোশনিওয়ালও এর আগে বিভিন্ন কার র্যালিতে যোগ দিয়ে প্রশংসিত হয়েছেন ।
