শিলিগুড়ি :-হনুমান জয়ন্তী উপলক্ষে তৃণমূলের মিছিল কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার দলীয় কার্যে জলপাইগুড়ি যাওয়ার পথে শিলিগুড়িতে এসে দেশবন্ধুপাড়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান তৃণমূল এখন চাপে পড়ে হনুমান জয়ন্তীতে মিছিল করছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ফল ভাল হবে।
অন্যদিকে এদিন হনুমান জয়ন্তী উপলক্ষে নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে তৃণমূল শোভাযাত্রা বের করে শোভাযাত্রাটি এন জে পি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল নেতা জয়দীপ নন্দী।
