সিকিম: দিল্লিতে আগেই ঘোষণা করেছিলেন নতুন দলের। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে সিকিমের ধরমদিনে নতুন দল হামরো সিকিম পার্টির পথ চলা সূচনা করলেন বাইচুঙ ভূটিয়া। সিকিমের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে এই দল মানুষের প্রত্যাশা পুরনে কাজ করবে বলে জানিয়েছেন তিনি। প্রাথমিক পর্যায়ে 13 জন কে নিয়ে দলের কোর কমিটি ঘঠন করা হয়েছে।
বাইচুঙের দাবি, পশ্চিমবঙ্গে বেশী সময় দিতে পারেন নি। এখানে তার নিজের বাড়িও রয়েছে। মূলত সেকারনেই ভাবনা চিন্তা করেই সিকিমে নিজের দল তৈরী করেছেন। নতুন দলের আত্মপ্রকাশে বহু মানুষ আজ এসেছেন। এদিন তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী পাবন চামলিং ২৫ বছর সিকিমের সরকারে থাকা স্বত্বেও গরিব গরিবই থেকে গেছে, সিকিমের সাধারন মানুষ আর অন্যদিকে কোটিপতি হয়ে গেছে মুখ্যমন্ত্রীর দলের লোকজন। ২৫ বছর থাকার পর এই সরকার রাজতন্ত্রে পরিনিত হয়েছে। মুখ্যমন্ত্রী আগে বলতেন, গরীবের সরকার, কিন্তু এখন তা বলেন না। যুবকদের কোন জায়গা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তার দাবী, সিকিমে আগে শান্তি ছিল, এখন শ্মশানে শান্তি আছে, কিন্তু সিকিমে শান্তি নেই। এর থেকে বেরিয়ে আসতে হলে যুব সমাজকে এগিয়ে হবে।
