সৌরভ রায়, ওয়েবডেস্কঃ দেশের ১১ হাজার শহরে জিও নিয়ে আসতে চলেছে গিগা ফাইবার। এই গিগা ফাইবারের টেষ্টিং চলছিল গত কয়েক বছর ধরে। অবশেষে জিও এই ফাইবার নেট পরিষেবা বাজারে আনতে চলেছে। কটি সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১৫ই আগষ্ট জিও এই পরিষেরবা লঞ্চ করতে চলেছে। জিও কতৃপক্ষের দাবী, এই ইন্টারনেট পরিষেবায় প্রায় ১জিবিপিএস গতি মিলবে। জিও টিভিতে প্রায় ৬০০টি টিভি চ্যানেল যুক্ত করা হবে। তারা আরও জানিয়েছে, হাজার হাজার মুভি ৪০০০কে রেজুলিউশনে দেখতে পাওয়া যাবে।
