অ্যাসিড অ্যাটাককে প্রাধান্য দেওয়ার জন্য সাসপেন্ড করা হয়েছে টিকটকে এক ইউজারের অ্যাকাউন্ট।

0 min read

এক টিকটক ব্যবহারকারীর কন্টেন্ট নারী নির্যাতনে উস্কানিমূলক। সেই অভিযোগে কাঠগড়ায় টিকটক ইন্ডিয়া। চাপে পড়ে ব্যবহারকারীদের প্রতি গাইডলাইন জারি করে সোশাল মাধ্যমে পোস্ট দিল টিকটক ইন্ডিয়া।সেই পোস্টে উল্লেখ, “নিরাপদ ও ইতিবাচক পরিবেশের প্রচার করা আমাদের বেশি প্রাধান্য। আমাদের পরিষেবা ব্যবহারের বিধি ও নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ, কী করণীয়, আর কী করণীয় নয়। আমরা আসা রাখব টিকটক ব্যবহারীকারীরা সেই গাইডলাইন মেনে চলবেন।।” গত কয়েকদিন ধরে একাধিক বিধি লঙ্ঘনকারী কন্টেন্টের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। বিতর্কিত কন্টেন্ট সরিয়ে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট কন্টেন্ট ব্যবহারকারীর অ্যাকাউন্ট সাসপেন্ডও করেছি।

You May Also Like