আবারও রাজ্যপালের বিরুদ্ধে উঠলো অভিযোগ

0 min read

আগে থেকেই রাজ্যের রাজ্যপালের বিরোধী ছিল রাজ্যের শাসকদল। উঠেছিলো একাধিক অভিযোগ। বারংবার অভিযোগের আঙুল উঠেছে একে অপরের বিরুদ্ধে। রাজ্যপালকে সরানোর অনুরোধে চিঠিও গেছে প্রধানমন্ত্রীর কাছে। রাজ্যের শাসকদলের পরে এবার রাজ্যপালের বিরুদ্ধে সরব হল রাজ্যের বামফ্রন্টও। বামফ্রন্টের বৈঠকে অভিযোগ সমেত এবার উঠে এল রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম। জগদীপ ধনকড়ের বিরুদ্ধে সুর সপ্তমে তোলার সিদ্ধান্ত নিল বাম নেতৃত্ব। একুশের নির্বাচনের আগে বারবার যে রাজ্যপালের দ্বারস্থ হতো জোট নেতৃত্ব সেই জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সুর সপ্তমে তোলার সিদ্ধান্ত নিল বামেরা। রাজ্যপাল সংবিধান বিরোধী কাজ করছেন বলে অভিযোগ তাঁদের। ইতিমধ্যে রাজ্যের শাসকদল তাঁর নাম দিয়েছে পদ্মপাল। এবার বামেরাও একই পথে হাঁটল।

আগামী ২৪ জুন থেকে টানা ১৫ দিন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হবে বামফ্রন্টের তরফে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে সরকারি সংস্থা বেসরকারিকরণ–নানা বিষয়ে আন্দোলনে নামতে চলেছে বামেরা। এমনকী রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভূমিকা নিয়েও সোচ্চার হবেন তাঁরা। এই ব্যাপক আন্দোলনে সামিল হতে আহ্বান জানানো হয়েছে পিডিএস এবং সিপিআই (‌এম–এল)‌ লিবারেশনকে।

You May Also Like