এবার করোনা আক্রান্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক মেডিক্যাল অফিসার

1 min read

 এবার করোনা আক্রান্ত হয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক মেডিক্যাল অফিসার।এই খবর প্রকাশ্যে আসার পরই ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে আইপিএল। একের পর এক যেভাবে আইপিএলে ক্রমাগত থাবা বসাচ্ছে বিশ্ব মহামারী ভাইরাস, তাতে প্রতিযোগিতা কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে।

চেন্নাই সুপার কিংসের ১৩ জনের রিপোর্ট নেগেটিভ আসতেই আবার দুশ্চিন্তার খবর আইপিএল বোর্ডের এক মেডিকেল অফিসারের করোনা ধরা পড়ায়। এ নিয়ে যথেষ্ট চিন্তিত আইপিএল আয়োজকরা। ওই মেডিকেল অফিসারের নাম প্রকাশ্যে না আসলেও কোভিড পজিটিভের সত্যতা স্বীকার করেছে বিসিসিআই। এক বিসিসিআই আধিরাকিরক বলেছেন, বোর্ডের এক মেডিক্যাল অফিসারের করোনা হয়েছে । তবে চিন্তার কোনও কারণ নেই। ওই আধিকারিক উপসর্গহীন। তাঁকে আইসোলেশনে রাখা আছে। এখন পুরোপুরি সুস্থ আছেন। আশা করি পরের রাউন্ডের পরীক্ষায় ওঁর রিপোর্টও নেগেটিভ আসবে।’

You May Also Like