কাল থেকে শুরু হতে চলেছে টলি পাড়ার শুটিং

1 min read

অবশেষে হল সমস্যার সমাধান। চলতি সপ্তাহ থেকেই সিনেমা, সিরিয়াল এবং ওটিটি-র শ্যুটিং শুরু করতে পারবে টলিউড। ৫০ শতাংশ কর্মী নিয়ে শ্যুটিং করতে পারবেন পরিচালক-প্রযোজকরা। দীর্ঘ ১ মাস পর ১৬ তারিখ থেকেই শ্যুটিং শুরুর অনুমতি পেয়ে স্বস্তিতে টলিউড। ইনডোর ও আউটডোর দু’ ধরনের শ্যুটিং শুরু করারই অনুমতি মিলেছে। তবে ফ্লোরে উপস্থিত কর্মীদের সবার কোভিড ভ্যাকসিন নেওয়া আবশ্যিক। টিকাকরণ না হয়ে থাকলে, শ্যুটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না কর্মীরা। পরতে হবে মাস্ক ও মানতে হবে সামাজিক দূরত্ব। সোমবার সাংবাদিক বৈঠকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুটা আশার আলো নিয়ে এল সকল শিল্পী ও কলা-কুশলীদের জন্য। 

প্রসঙ্গত, সুপার স্প্রেড করোনার জন্য লকডাউন দ্বিতীয় পর্বের গোড়া থেকেই এযাবৎকাল বাড়িতে শ্যুটি করছিলেন টেলি-তারকারা। ৮ জুন থেকে ফেডারেশনের অন্তর্গত সকল কলাকুশলী ও শিল্পীদের ভ্যাকসিন দেওয়া শুুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ‘চলচ্চিত্র শতবর্ষ ভবন’-এ আয়োজিত এই ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে এখনও পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ২ হাজার সদস্য। মোট ৭ হাজার সদস্যকে ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে। রাজ্য সরকার ও ফেডারেশনের যৌথ উদ্যোগে এই ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

You May Also Like