কোচবিহারে 10 লক্ষ ঘুষ কান্ডে গ্রেপ্তার দুই,মূল অভিযুক্ত পলাতক।

1 min read

গত ১১জুলাই বিনয়বাবুর কাছে ১০ লক্ষ টাকা ঘুষ চাওয়া ও বিনয়বাবুকে হুমকি কান্ডে গ্রেপ্তার দুই।মূল অভিযুক্ত রাজীব কর্মকার পলাতক। কোচবিহার শহরে বিনয়বাবু এক জমি কিনলে শহরের এক ক্লাবের সদস্যরা ১০ লক্ষ টাকা চেয়ে হুমকি দেয় ও sc বলে অপমানজনক মন্তব্য করে।এমনকি প্রমান লোপাটের জন্য বাড়ির সিসিটিভি ফুটেজও নষ্ট করে দেয়।

এর প্রতিবাদে কোচবিহারের এক সমাজসেবী সংগঠন থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করে।অন্যথায় sc ও রাজবংশী সম্পর্কে কুরুচি ও অপমানজনক মন্তব্য করার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয়। এর পরেই কোচবিহার পুলিশ প্রশাসন রঞ্জন চক্রবর্তী ও দিলিপ শীল নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে,যদিও মূল অভিযুক্ত রাজীব সরকার পলাতক।স্থানীয় সূত্রে খবর যে মূল অভিযুক্ত শাসকদলের ঘনিষ্ট হওয়ায় তাকে গ্রেপ্তার করতে পারছে না।

You May Also Like