ধীরে ধীরে চলতে পারে কিছু বাস

1 min read

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়েছিল দেশ। দেশজুড়ে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরেই দেশের একাধিক শহরে লকডাউন ঘোষণা করা হয়েছিল। বাদ যায়নি বাংলাও। সরাসরি লকডাউন ঘোষণা করা না হলেও বাংলায় একাধিক করোনা বিধিনিষেধ জারি করা হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল গণপরিবহন ব্যবস্থা। তবে, প্রায় একমাস কড়া বিধিনিষেধের জেরে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বাংলায়। এবার ধাপে ধাপে একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে। তবে বুধবার থেকেই বাংলায় চলতে পারে স্পেশ্যাল বাস। তাই আগামী ১৬ জুন পরিবহনকর্মীদের সংশ্লিষ্ট ডিপোয় উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে নবান্ন। তবে সরকারি-বেসরকারি সমস্ত ধরনের বাস শুরুতেই চালু না হলেও স্পেশ্যাল বাস চালানো হতে পারে। ধীরেধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে।

তবে, সরকার বাস চালানোর অনুমতি দিলেও ভাড়া বাড়ানোর দাবি আগে থেকেই তুলতে শুরু করেছেন বাসমালিকরা। কলকাতা সহ একাধিক জেলার বিভিন্ন এলাকায় পোস্টার দিয়ে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন বাসমালিকরা। ভাড়া বৃদ্ধির ফলে যাত্রীদের দুর্ভোগ হলেও তাদের কিছু করার নেয় বলেই জানিয়েছে সংগঠনগুলি। সেক্ষেত্রে রাজ্য সরকার যদি সদর্থক সিদ্ধান্তে না আসে তাহলে কলকাতা শহরে অন্তত তিন ভাগের এক ভাগ বাস উঠিয়ে নিতে হবে। পাশাপাশি কমিয়ে ফেলা হতে পারে রাজ্যের অন্যান্য জেলার বাস। এমনকি একাধিক রুটের বাসও বন্ধ করে দেওয়া হবে।

You May Also Like