পণ্য কোন দেশ থেকে আনা হচ্ছে জানাতে হবে, বলল কেন্দ্র

1 min read

বুধবার দিল্লি হাইকোর্টকে কেন্দ্র জানাল কোন দেশ থেকে আমদানি করা হচ্ছে, তা সংশ্লিষ্ট পণ্যের উপরই লিখতে হবে ই-কমার্স সংস্থাগুলিকে (অ্যামাজন, ফ্লিপকার্টের মতো সংস্থা) । হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন প্যাটেল এবং বিচারপতি প্রতীক জালানের বেঞ্চ বুধবার হলফনামা পেশ করা হয়েছে। তাতে জানানো হয়, লিগাল মেট্রোলজি অ্যাক্ট মোতাবেক লেনদেনের জন্য যে ডিজিটাল এবং ইলেকট্রনিক নেটওয়ার্ক ব্যবহার করা হয়, তাতে কোন দেশ থেকে সংশ্লিষ্ট পণ্য আনা হচ্ছে, তা ই-কমার্স সাইটগুলিকে দেখানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। নিয়ম কার্যকর করার দায়িত্ব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির। ফলে নিয়ম লঙ্ঘন করা হলে সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের লিগাল মেট্রোলজি আধিকারিকরা।

You May Also Like