প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ শিলিগুড়ি পুরনিগমের একাধিক এলাকা

1 min read

একদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি ,গত কাল রাতে শিলিগুড়ি শহরের মহানন্দা ও পঞ্চনাই দুটি নদীর জল বৃদ্ধি পাওয়ায়, নদীর পারের বেশ কয়েকটি ওয়ার্ডের কিছু অঞ্চল রাতেই জল মগ্ন হয়ে পরে। জলমগ্ন এলাকা থেকে জল বের হতে বেশ কিছু সময় নেয়। ভোরের মধ্যেই জল বেরিয়ে গেলেও প্রচুর পলি ও কাদা জমে যায় ওই সব এলাকায়। অনেক বাড়িতেও জল ঢুকে পড়ে ক্ষয়-ক্ষতি হয়েছে।

সকাল থেকেই শিলিগুড়ি পুরনিগমের পূর্ত ও জঞ্জাল দপ্তরের কর্মীরা এবং কোঅর্ডিনেটররা এলাকা পরিদর্শনে যান। জল দপ্তরকে ওই সব এলাকায় জরুরিকালীন পানীয় জলের ব্যবস্থা করতে নির্দেশ দেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে কিছু শুখনো খাবার দেওয়ার জন্যে ইতিমধ্যেই দুই লক্ষ টাকা নিজ তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছে জানিয়েছেন অশোক ভট্টাচার্য।

You May Also Like