ভারতের সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশন

1 min read

ভারতের সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশন হতে চলেছে ঋষিকেশ রেলওয়ে স্টেশন। উত্তরাখণ্ডে ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেলওয়ে লাইন প্রকল্প অনুযায়ী বানানো এই স্টেশন। ভারতে এত সুন্দর রেলওয়ে স্টেশন আর কোথাও নেই।

ভারতীয় রেলওয়ে ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের কাজে দ্রুততা এনেছে। আর ২০২৪ থেকে ২০২৫ এর মধ্যে এই রেল প্রকল্প সম্পূর্ণ করার জন্য কোমর বেঁধে নেমেছে রেল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত এই প্রোজেক্টের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেল মন্ত্রী পীযূষ গোয়েলের প্রশংসা করেছেন।

মুখ্যমন্ত্রী জানান, যোগনগরী ঋষিকেশ রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনের যাতায়াত খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ১২৫ কিমি দীর্ঘ এই প্রোজেক্টে লাইন পাতার কাজ সমস্ত জায়গাতেই শুরু হয়ে যাবে বলে জানান তিনি। ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগের মধ্যে হওয়া এই রেল প্রোজেক্টে মোট ১২ টি স্টেশন তৈরি হবে।

You May Also Like