ভারী বৃষ্টির সম্ভাবনা চলবে টানা চারদিন

1 min read

আলিপুর আবহাওয়া দফতরের আজকের পূর্বাভাসে খানিক স্বস্তি মিলেছে। সকালে খানিক মেঘ ঘনালেও বেলার দিকে ফের চড়চড়িয়ে রোদ উঠেছে। প্যাচপ্যাচে গরম থেকে রেহাই দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। সন্ধের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে শহর কলকাতায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে টানা চারদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় হাল্কা-মাঝারি বৃষ্টি হবে।

ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দুই দিনাজপুরেও। উত্তরবঙঅগের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রবিবার অবধি টানা বৃষ্টি চলবে। আবহবিদেরা বলছেন, বর্ষায় একটি স্থায়ী নিম্নচাপ অক্ষরেখা বা মৌসুমি অক্ষরেখা তৈরি হয়। মাঝেমধ্যেই সেটি স্থান পরিবর্তন করে। এবার দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখার অবস্থান রয়েছে।

You May Also Like