মহম্মদ আজহারউদ্দিন প্রাক্তন প্লেয়াদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

1 min read

ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন লকডাউনে দেশের প্রাক্তন প্লেয়ারদের সাহায্যার্থে ২৪ লাখ টাকা তুলল। যা থেকে সাহায্য করা হবে ৩০ জন প্রাক্তন ক্রিকেটারকে। যেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। আইসিএ অন-লাইন মিটিংয়ের মাধ্যমে বুধবার সেই সব প্লেয়ারদের সাহায্য করার সিদ্ধান্ত নেয় যাঁদের এই পরিস্থিতিতে সাহায্যের প্রয়োজন। এউ নিয়ে লকডাউনের পর দ্বিতীয় দফায় এই পদক্ষেপ নিল এই সংস্থা। আইসিএ প্রেসিডেন্ট অশোক মালহোত্রা পিটিআইকে বলেন, ‘‘সব প্লেয়ার তাদের ক্ষমতা অনুযায়ী সাহায্য করেছে। সব থেকে গুরুত্বপূর্ণ আমরা শুক্রবার সন্ধেয় আবেদন জানিয়েছিলাম আর আজকের মধ্যে আমাদের কাছে ২৪ লাখ টাকা উঠে এসেছে।”

 

প্রাক্তন ভারত অধিনায়ক আজহারউদ্দিন একলাখ টাকা দিয়ে সাহায্য করেছেন। প্রাক্তন পেসার রাজিন্দর সিং ঘাইও এক লাখ টাকা অনুদান দিয়েছেন। প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গাস্বামীও তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

You May Also Like