শিশির অধিকারী রাজ্যপাল?

1 min read

গুঞ্জনটা চলছিলই। এবার সত্যি হতে পারে। তৃণমূল ছেড়ে বিজেপি–তে যোগ দিয়েছেন সম্প্রতি। সব ঠিকঠাক চললে এবার রাজ্যপাল হতে পারেন কাঁথির সাংসদ তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী। দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে। এমনটাই ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার।

দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত শিশিরবাবু। সংসদীয় রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা বিস্তর। তাঁর দুই ছেলে ইতিমধ্যেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। এই মুহূর্তে রাজ্য বিজেপির অন্যতম বড় মুখ ছেলে শুভেন্দু অধিকারী। শিশিরকে যদি শেষপর্যন্ত রাজ্যপাল করা হয়, তা হলে তাঁকে কাঁথির সাংসদের পদ থেকে পদত্যাগ করতে হবে। এ বিষয়ে এখনও সরকারিভাবে মুখ খোলেনি কোনও তরফই।

You May Also Like