সিনেমা হলে বাধ্যতামূলক হবে মাস্ক

1 min read

এবার থেকে একগুচ্ছ গাইডলাইন মেনে চলতে হবে সিনে প্রেমীদের সিনেমা দেখতে গেলে। এই সম্পর্কিত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। মার্চ মাস করোনার জন্য দেশজুড়ে বন্ধ ছিল সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটারগুলি।

নির্দেশিকা অনুযায়ী, সিনেমা হলে ঢুকতে গেলে মাস্ক পরতে হবে বাধ্যতামূলকভাবে। হলের প্রবেশ এবং বাহির দরজার সামনে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার। অডিটোরিয়ামের বাইরে-ভেতরে সমস্ত জায়গাতেই শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে দর্শকদের।

অনলাইন কোড ব্যবহার করে খাবার বা পানীয় জল কেনার নির্দেশও দেওয়া হয়েছে। যত্রতত্র থুতু ফেলা যাবে না। প্রত্যেক দর্শকেরই দেহের তাপমাত্রা পরীক্ষা করার পরেই তাদের হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

You May Also Like