আসন্ন পরীক্ষা নিয়ে পর্ষদের তরফ থেকে নেওয়া হলো বড় সিদ্ধান্ত

0 min read

চলতি বছর প্রায় শেষের পথে, বাকি মাত্র আর কটা দিন। তারপর বছর ঘুরলেই শুরু পরীক্ষা পর্ব। জোর কদমে চলছে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। আসন্ন বছরের ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তবে ইদানিং দেখা যাচ্ছে ফি বছরই ফাঁস হয়ে চলেছে মাধ্যমিকের প্রশ্নপত্র।

পর্ষদের তরফ থেকে নানা ধরণের নিরাপত্তার বন্দোবস্ত করলেও প্রতিবছরই পর্ষদের মুখ পুড়ছে। আর এবার সেই চুরি রুখতে নয়া কৌশল নেওয়া হচ্ছে পর্ষদের তরফ থেকে। শোনা যাচ্ছে সম্পূর্ণভাবে বদলে ফেলা হচ্ছে প্রশ্নপত্রের চেহারা। এই প্রসঙ্গে মুখ খুললেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

সভাপতি জানালেন, চলতি বছর প্রতিটি প্রশ্নপত্রেই থাকবে আলাদা আলাদা কোড। প্রতিটি পরীক্ষার্থীর জন্য আলাদা আলাদা কোড দেওয়া হবে। তাই কেউ যদি প্রশ্নপত্রের ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছড়ানোর চেষ্টা করে তাহলে ঐ কোড থেকেই শনাক্ত করা করা যাবে, প্রশ্নপত্রটি কোন পরীক্ষার্থীর!

You May Also Like