সরকারি কর্মচারীদের জন্য জারি হলো নয়া বিজ্ঞপ্তি

1 min read

রাজ্যের সরকারি কর্মচারীরা বিভিন্নরকম সুযোগ সুবিধা পান সরকারের তরফে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী এই ধরনের সুবিধা পাওয়ার জন্য আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আধার লিংক সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হল।

নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মী অথবা পেনশনভোগীদের অবশ্যই লিংক করাতে হবে আধার নম্বর। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে। রাজ্য সরকারের পক্ষ থেকে যে হেলথ স্কিমগুলি গত ৫ই অক্টোবর থেকে চালু করা হয়েছে অথবা ভবিষ্যতে চালু করা হবে, সেগুলিতে আধার নম্বর লিঙ্ক করানো বাধ্যতামূলক।

যে সকল সুবিধাভোগীরা এখনো পর্যন্ত হেলথ স্কিমে আধার নম্বর লিঙ্ক করাননি তাদের অবিলম্বে এই কাজ দ্রুত মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি হেলথ স্কিমের সাথে আধার নম্বর লিঙ্ক করানো না হয় তাহলে স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন কর্মচারীরা।

You May Also Like