গত বারের চ্যাম্পিয়নদের হারাল আফগানিস্তান

1 min read

রবিবার গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিল আফগানিস্তান। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। তাঁদের লক্ষ ছিল দ্রুত উইকেট তুলে আফগানিস্তানকে কম রানে আটকে দেওয়া। কিন্তু দুই আফগান ওপেনার মিলেই তুলে নিলেন ১১৪ রান। তবে পর পর উইকেট হারিয়ে হঠাৎই আফগানিস্তানের স্কোর দ্বারায় ১৫২ রানে ৪ উইকেট।

আফগানিস্তানের বড় রান তোলার ভিতটা গড়েছিলেন রহমানুল্লা গুরবাজ।   ৫৭ বলে ৮০ রান করে  ইংল্যান্ডের বিরুদ্ধে দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছিলেন তিনি।মিডল অর্ডারে ৬৬ বলে ৫৮ রান করেন ইকরাম আলিখিল এবং শেষ বেলায় মুজিব উর রহমান ১৬ বলে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ২৮৪ রানের স্কোরে।

২৮৪ রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড।শুরুতেই হারায় জনি বেয়ারস্টো। বেশি ক্ষণ ক্রিজে থাকতে পারেননি জো রুটও। ওপেনার দাউইদ মালান ৩২ রান করে আউট হয়ে যান। এর পরেই আস্তে আস্তে ভেঙে পড়ে  ইংল্যান্ডের মিডল অর্ডার। তবে লড়াই করছিলেন হ্যারি ব্রুক। কিন্তু কেউ তাঁকে সঙ্গ দিতে পারলেন না। রবিবার আফগানিস্তানের স্পিনারদের সঙ্গে পাল্লা দিয়ে ভাল বল করেন পেসারেরা। ১০ ওভারে ৫১ রান দিয়ে ৩ উইকেট তুলে নিলেন মুজিব। রশিদ খানও ৩ উইকেট নিলেন। ২ উইকেট নেন মহম্মদ নবি।

You May Also Like