রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পরই প্রশ্ন জাগছে কোহিনূর নিয়ে

1 min read

এই মুহূর্তে ব্রিটেনের আকাশে কালো মেঘের ঘনঘটা৷ সমাপ্তি হলো প্রায় এক যুগের। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। ‘রানি’ হারা ব্রিটেন৷

এদিন সন্ধ্যার বাকিংহাম প্রাসাদ থেকে একটি বিবৃতি দিয়ে সরকারি ভাবে রানির মৃত্যুর খবর ঘোষণা করা হয়৷ এরপরই ব্রিটিশ রাজ পরিবারের নিয়ম অনুযায়ী, শাসকের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরাধিকারীকে রাজ সিংহাসনের দায়িত্ব নিতে হয়। সেই প্রথা মেনেই আজ পরবর্তী শাসক হিসাবে শপথ নেবেন প্রিন্স চার্লস৷

কিন্তু কোহিনূর! কার মাথার উঠবে বহু চর্চিত বিতর্কিত সেই হিরে? চলতি বছরের গোড়াতেই রানি এলিজাবেথ ঘোষণা করেছিলেন, তাঁর অবর্তমানে ‘কুইন কনসর্ট’ হবেন যুবরাজ চার্লসের স্ত্রী, ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। সেই মোতাবেক চার্লস যখন রাজ সিংহাসনে বলছেন, তখন ক্যামিলার মাথাতেই উঠবে কোহিনূর বসানো সেই মুকুট৷

১০৫.৬ ক্যারাটের এই কোহিনূর হিরে আসলে ভারতের। চতুর্দশ শতাব্দীতে ভারতে মিলেছিল এই হিরে। তার পর বহু হাত ঘুরে ১৮৪৯ সালে তা পৌঁছয় রানি ভিক্টোরিয়ার কাছে৷ ইংরেজরা পঞ্জাব অধিকার করার পর এই কোহিনূর হস্তান্তরিত হয়৷ সেই থেকে ব্রিটেনের শাসকদের মাথায় শোভা পাচ্ছে এই হিরে।

প্লাটিনামের মুকুটে বসানো রয়েছে ভারত থেকে খোয়া যাওয়া এই কোহিনূর। ১৯৩৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জের অভিষেকের সময় এই মুকুট তৈরি করা হয়েছিল। যা শোভা পেয়েছিল দ্বিতীয় এলিজাবেথের মা প্রথম এলিজাবেথের মাথাতেও। টাওয়ার অব লন্ডনে রাখা থাকে সেই মুকুট। রাজ পদে চার্লসের অভিষেকের দিন তা মাথায় উঠবে ক্যামিলার।

You May Also Like