নমোর সফরের যাবতীয় খরচ বহন করবে আমেরিকা

1 min read

পূর্ব ঘোষিত সময় মতোই বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনদিনের সফরে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। মনে করা হচ্ছে, সবকিছু ঠিক চললে এবার এই সফরে অনেকগুলি চুক্তি সাক্ষরিত হতে পারে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুদ করতে পারে এবার মোদি বাইডেন সাক্ষাৎ, এমনটাই ধারণা কূটনৈতিক মহলের।

এরই সঙ্গে জানা যাচ্ছে, নরেন্দ্র মোদির মার্কিন সফরের যাবতীয় খরচ বহন করবে আমেরিকাই। এর কারণ প্রধানমন্ত্রী আমেরিকায় গেছে জো বাউডেনের আমন্ত্রণে। অর্থাৎ তিনি রাজকীয় সফরে গেছেন। এর আগে এমন সফরে গিয়েছিলেন শুধু প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং রাষ্ট্রপতি সর্বপল্লী ডা. রাধাকৃষ্ণান।

এবার জাতিসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে নেতৃত্ব দেবেন তিনি। মোদি দেখা করবেন প্রবাসী ভারতীয়দের সঙ্গে। এছাড়া মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। এবার সফরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়া।

You May Also Like