মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল!

1 min read

মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার সাতসকালে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতা আনা হয় অনুব্রত মণ্ডলকে। এদিন মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বিধাননগরে এমপি – এমএলএ আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। জানা গিয়েছে, তথ্য প্রমাণের অভাবে মঙ্গলকোট বিস্ফোরন মামলায় চার্জশিটে নাম থাকা অনুব্রত মণ্ডল সহ ১৪ জন বেকুসর খালাস পেলেন।

এদিকে, এই রায় প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের আইনজীবী সৌভিক বসু ঠাকুর জানান, সত্যমেব জয়তে। মহামান্য কোর্ট আমার মক্কেলকে বেকসুর খালাস করেছে। ২০১০ সালে মঙ্গলকোটের গ্রামে উনার ভাবমূর্তি খারাপ করতে নাম জড়িয়ে দিয়েছিল। কিন্তু আদালতে পুলিস অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ।’

একইকথা শোনা গিয়েছে অনুব্রত মণ্ডলের গলায়। তিনি জানান, সত্যের জয় হয়েছে। ২০১০ সালে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সেটা প্রমাণ হল।

উল্লেখ্য, ২০১০ সালের মে মাসে মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় অনুব্রত মণ্ডলসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছিল। এই ১৫ জনের মধ্যে একজনের মৃত্যু হওয়ায় ১৪ জনের বিরুদ্ধে আইপিসির একাধিক ধারায় চার্জ গঠন করে মামলা চলতে থাকে। সেই সেই চারসিটের নাম ছিল কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শাহনওয়াজ শেখের।

 

You May Also Like