একাধিক দাবিতে ফের আন্দোলনে সরব হল আশাকর্মীরা

0 min read

পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের আসা কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। মঙ্গলবার আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি প্রদান,এছাড়াও সমস্ত রকমের বকেয়া ইনসেনটিভ একসঙ্গে দেওয়ার দাবি জানিয়ে শিলিগুড়ি পুরনিগমে আশা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি অবিলম্বে আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। এছাড়াও সপ্তাহে একদিন ছুটি ও কর্মক্ষেত্রে আসা কর্মীদের হয়রানি বন্ধ করতে হবে। এছাড়াও মাতৃত্বকালীন ৬ মাসের ছুটির ব্যবস্থা করতে হবে। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে অনুদান সাড়ে চার হাজার টাকার দাবিও জানান স্বাস্থ্য কর্মীরা। এই সমস্ত দাবি দাবা জানিয়ে একটি বিরাট মিছিল করে এসে আশাকর্মীরা শিলিগুড়ি পুরনিগমে স্মারকলিপি প্রদান করেন।

You May Also Like