এশিয়া হেলথকেয়ার হোল্ডিংস AINU-তে একটি সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব অর্জন করেছে

1 min read

সিঙ্গল স্পেশালিটি স্বাস্থ্য পরিচর্যা সরবরাহ প্ল্যাটফর্ম এশিয়া হেলথকেয়ার হোল্ডিংস (AHH), ভারতের বৃহত্তম সিঙ্গল স্পেশালিটি হাসপাতাল নেটওয়ার্ক এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি (AINU)-র বেশিরভাগ অংশীদারিত্ব কিনে নিয়েছে। দেশের চারটে মহানগরে AINU-র উপস্থিতি রয়েছে এবং রোবোটিক ইউরোলজি সার্জারিতে তারা যুগান্তকারী কাজ করছে। AHH এই কোম্পানিতে প্রাইমারি ও সেকেন্ডারি ইনফিউশনের মাধ্যমে ৬০০ কোটি টাকা লগ্নি করবে। এই অধিগ্রহণ এবং ইউরোলজি ও নেফ্রোলজি সেগমেন্টে AHH-এর প্রবেশ চতুর্থ স্পেশালিটিতে তার বিস্তার ঘটাল। ফলে AHH হয়ে উঠল ভারত ও এশিয় উপমহাদেশের বৃহত্তম এবং একমাত্র বিশেষ স্বাস্থ্য পরিচর্যা সরবরাহ প্ল্যাটফর্ম। AHH লঞ্চ করা হয়েছিল ২০১৭ সালে এবং তারপর থেকে অঙ্কোলজি (CTSI), মহিলা ও শিশুদের চিকিৎসা ((Motherhood Hospitals), আইভিএফ ও ফার্টিলিটি (Nova IVF) ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগগুলোর প্রত্যেকটাই নিজ নিজ ক্ষেত্রে নেতৃস্থানীয় হয়ে উঠেছে।

ডাঃ সি মল্লিকার্জুন এবং ডাঃ পি সি রেড্ডির নেতৃত্বাধীন এক দল ইউরোলজিস্ট ও নেফ্রোলজিস্ট ২০১৩ সালে AINU প্রতিষ্ঠা করেন। সেই থেকে এটা ইউরোলজি ও নেফ্রোলজির ক্লিনিকাল স্পেশালিটিতে দেশের এক যুগান্তকারী হাসপাতাল নেটওয়ার্ক হয়ে উঠেছে। এই কোম্পানি এই মুহূর্তে হায়দরাবাদ, বিশাখাপত্তনম, শিলিগুড়ি ও চেন্নাইতে সাতটা হাসপাতাল চালায়। এই নেটওয়ার্কের অধীনে ৫০০-র বেশি শয্যা রয়েছে; ৪০০,০০০-এর বেশি রোগী দেখা হয়েছে এবং ৫০,০০০-এর বেশি প্রোসিডিওর সম্পন্ন হয়েছে। AINU রোবোটিক ইউরোলজি সার্জারির ক্ষেত্রে দেশের নেতৃস্থানীয় হয়ে উঠেছে রোবোটিক প্রযুক্তির সাহায্যে ১,০০০-এর বেশি অস্ত্রোপচার করে। নেফ্রোলজির ক্ষেত্রে এই উদ্যোগে ২০০,০০০-এর বেশি ডায়ালিসিস এবং ৩০০ কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। বিশাল বালি, এক্সিকিউটিভ চেয়ারম্যান, এশিয়া হেলথকেয়ার হোল্ডিংস, বললেন “AINU হল ইউরোলজি ও নেফ্রোলজির এক স্বতন্ত্র সিঙ্গল স্পেশালিটি হসপিটাল চেন যা গড়ে তোলা হয়েছে গভীর ক্লিনিকাল পারদর্শিতা এবং এই স্পেশালিটিতে বহু দশকের অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসকদের নিয়ে।

AINU শুধু AHH প্ল্যাটফর্মে নতুন স্পেশালিটিই যোগ করল না, দেশের সিঙ্গল স্পেশালিটি স্বাস্থ্য পরিচর্যা সরবরাহ ইকোসিস্টেমকে বড় করার যে দীর্ঘমেয়াদি লক্ষ্য আমাদের আছে তাকেও শক্তিশালী করবে। ভারত ইউরোলজিকাল অসুখের দিক থেকে পৃথিবীর প্রথম তিনটে দেশের মধ্যে রয়েছে। তার উপর ডায়বেটিস আর হাইপারটেনশন দীর্ঘমেয়াদি কিডনির অসুখের ঘটনা দ্রুত বাড়িয়ে তুলছে। আমরা AINU-র সঙ্গে জোট বেঁধে ইউরোলজি ও নেফ্রোলজির বিশেষ চিকিৎসার যে খামতি দেশে রয়েছে তা পূরণ করতে পেরে অত্যন্ত আনন্দিত।”

You May Also Like