বছর শেষের আগেই ওমিক্রন নিয়ে অশনি সঙ্কেত হু-এর তরফে

1 min read

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ফের আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ কয়েকটি দেশে ফের করোনার নতুন ঢেউ আছড়ে পড়তে পারে বলেই হু-র অশনি সঙ্কেত। বছর শেষের আগে এমনই আশঙ্কার কথা প্রকাশ করলেন হু’র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।

করোনার প্রজাতি ওমিক্রনের উপপ্রজাতি ‘এক্সবিবি’-ই এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে উদ্বেদের কারণ। করোনার এই উপপ্রজাতি প্রসঙ্গে সৌম্যা বলেন, ‘‘ওমিক্রনের তিনশোটিরও বেশি উপপ্রজাতি রয়েছে। এর মধ্যে যেটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে, সেটি হল এক্সবিবি। কারণ এটা অ্যান্টিবডির কার্যকারিতাকেও ছাপিয়ে যেতে পারে। এক্সবিবি-র সংক্রমণের জেরে করোনার আরও একটি ঢেউ দেখতে হতে পারে আমাদের।’’

কী ভাবে এই ভাইরাসের মোকাবিলা করা যায়, সেদিকে নজর রাখা হচ্ছে বলেই জানিয়েছেন সৌম্যা। তাঁর কথায়, ‘‘প্রায় প্রতিটি দেশেই করোনা পরীক্ষার হার কমে গিয়েছে। গত কয়েক মাসে নজরদারিও কমেছে। হালকা হয়েছে করোনার নিয়মবিধিও৷ এই অবস্থায় গোটা পরিস্থিতির উপর আমাদের নজর রাখতে হবে।’’

You May Also Like