মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে বড়ো অভিযোগ

0 min read

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষীর ভান্ডার। লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মহিলারা ৫০০ ও ১০০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন সরকারের পক্ষ থেকে।

তবে গত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে যারা লক্ষীর ভান্ডারে নাম লিখিয়েছিলেন তাদের টাকা পাওয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা। অনেক মাস কেটে যাওয়ার পরও এখনো লক্ষীর ভান্ডারে টাকা ঢোকেনি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে।

বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ কোষাগারের করুণ অবস্থা রাজ্যের। তাই সরকার লক্ষ্মীর ভান্ডারের টাকা দিতে পারছে না। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষীর ভান্ডারে টাকা খুব দ্রুত সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে।

You May Also Like