ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ইতিহাসের পুনরাবৃত্তি চায় বিজেপি

1 min read

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ২০১৮ সালের ইতিহাসের পুনরাবৃত্তি করার দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির তারকা প্রচারক হিসেবে ত্রিপুরার খোয়াই জেলার খোয়াই এবং দক্ষিণ ত্রিপুরা জেলার সান্তির বাজারে আজকের বিজয় সংকল্প সমাবেশে সরাসরি বিরোধীদের নিশানা করেছেন অমিত শাহ। উল্লেখ্য, এই বছরের শেষে নয়টি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। যা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির শক্তির পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে।

মোদি-শাহ জুটি গত ৫ বছরে ত্রিপুরায় ২৭ বছরের আদিবাসী সম্প্রদায়ের প্রতি অবিচারের অবসান ঘটিয়ে বামপন্থী শাসনের   পরিবর্তনের কাজটি সফলভাবে করেছে। গত পাঁচ বছরে হত্যা,  ও দুর্নীতির ঘটনাও ব্যাপকভাবে কমেছে। মোদীজির নেতৃত্বে এবং অমিত শাহের নির্দেশনায় ত্রিপুরার চিত্র পাল্টে গেছে। এক কথায় বর্তমানে ত্রিপুরার উন্নয়নের পথ সুগম হয়েছে।

 গত পাঁচ বছরে, প্রত্যেক বাড়িতে জল, গ্যাস, শৌচাগার, বিদ্যুৎ, আড়াই লক্ষ মানুষকে ঘরের ব্যবস্থা, প্রতি কৃষককে প্রতি বছর ৬,০০০ টাকা, আদিবাসী উন্নয়নের জন্য বাজেট আরও অনেক কিছু করেছে বিজেপি। সুতরাং ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ থেকে অনুমান করা যেতে পারে যে মোদী-শাহ জাদু এখানে আরও একবার কাজ করবে।

You May Also Like