শহরের পাশাপাশি রাজ্যের পাহাড়ি অঞ্চলে দেখা যাবে দোতলা বাস

1 min read

সম্প্রতি মহানগরীর রাস্তায় চালু হয়েছে ডবল ডেকার বাস। উদ্বোধন করেছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী। এবার মহানগরীর রাস্তা ছাড়াও রাজ্যের পাহাড়ি অঞ্চলে দেখা যাবে ডবল ডেকার বাস। এবার ডুয়ার্সের রাস্তায় দেখা যাবে ডবল ডেকার বাস। এই ডবল ডেকার বাস ফিরিয়ে আনার পরিকল্পনা নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সেপ্টেম্বর মাস থেকে চালু হবে এই নতুন রূপে বাস পরিষেবা। উত্তরবঙ্গের মানুষের আবেগ ও ঐতিহ্যকে মান্যতা দিয়েই কোচবিহারে ফের চালু করা হচ্ছে এই ডবল ডেকার বাস। পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, সপ্তাহে দু’দিন চলবে এই বাস। উত্তরবঙ্গের ঐতিহ্য ও পর্যটনের কথা মাথায় রেখেই ফের ডবল ডেকার বাসকে রাস্তায় নামানো হচ্ছে।

উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, ‘‌উত্তরবঙ্গে পর্যটকদের জন্যই আমরা এই পরিষেবা চালু করব। ধীরে ধীরে এই পরিষেবা আরও বাড়ানো হবে। এই বাসের মাধ্যমেই কোচবিহার ও তাঁর পার্শ্ববর্তী এলাকায় যে সব দর্শনীয় স্থান আছে, তা ঘুরে দেখা হবে।’‌

You May Also Like