ভোট আবহে ফের খবরের শিরোনামে গরু পাচার কাণ্ড

1 min read

ভোটের আবহে ফের খবরের শিরোনামে গরু পাচার মামলা। আজ সকালে দেব নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা মেরে। এবার তার বিরুদ্ধে পাল্টা তোপ দেবের। শুভেন্দুকে একহাত নিলেন দেব।

অভিনেতা লেখেন, “আড়াই-তিন মাস ধরে হিরণ অনেক কিছুই বলেছেন। বাংলার মানুষ জানে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমার এই বিষয়ে কোন ভূমিকা নেই। ফেক জিনিসপত্র ভাইরাল করা করা হচ্ছে। এবং সাথে মিথ্যে প্রচার করা হচ্ছে।

ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে দেব বলছে টাকা আমার সহকর্মীরা নিয়েছে। আর সেই কারণে এফআইআর দায়েরও করা হয়েছে তাঁর বিরুদ্ধে। দুর্ঘটনায় মৃত্যুর হয়েছে এমন ঘটনাকেও বলেছে দেব মেরেছে, দেব খুন করেছে। হিরণকে নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। ওকে শুভেচ্ছা জানাই।

তিনি আরও বলেন, “ঘাটাল শান্তিপ্রিয় একটা জায়গা। এখানকার মানুষ ভালোবাসা প্রিয়। ১০ বছর ধরে আমরা শান্তি রেখেছি এখানে। এবারেও শান্তিতেই ভোট হবে। সব পরিষ্কার হয়ে যাবে।”

You May Also Like