অভিষেকের বিদেশ সফরে নজরদারি ইডির

1 min read

আদালতের অনুমতি নিয়ে চোখের চিকিৎসা করাতে দুবাইয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও অভিষেকের বিদেশ সফরে নজরদারি চালাতে চাইছে ইডি।

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে নজরদারি চালাতে বিদেশমন্ত্রকের মাধ্যমে দুবাই সরকারের কাছে আবেদন করেছে ইডি।

ইডি সূত্রে খবর, দুবাই সরকারের কাছে চিঠিতে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দুবাই সফর সম্পর্কিত যাবতীয় তথ্য জানানো হয়েছে। পাশাপাশি কয়লা পাচার কান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য দুবাই গিয়েছেন, এই তথ্যও চিঠিতে জানানো হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত যেন কয়লাপাচার কান্ডের তদন্তে তাঁকে ডেকে পাঠানো না হয়। এই আবেদন জানিয়ে ইডি ‘ কে চিঠি পাঠান অভিষেক। জবাবে, ইডি’র তরফে তাকে জানানো হয়, দেশ ছাড়া যাবে না। তার পর ইডির নিষেধাজ্ঞার স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পর আদালত তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়।

AddThis Sharing Buttons

Share to TwitterShare to MessengerShare to WhatsAppShare to MoreShare to Google Translate

Read more at Independent24x7 : https://independent24x7.com/rupasee-bangla/abhishek-has-no-peace-even-after-getting-eye-treatment-ed-will-monitor-him/

You May Also Like