বিনয় মিশ্রকে ধরতে বড় পদক্ষেপ গ্রহণ ইডির

0 min read

রাজ্যের অন্যতম মামলা কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্র। এই মূল অভিযুক্ত বিনয় মিশ্রকে এখনও হাতে পায়নি ইডি। সে কোথায় আছে তার আন্দাজ থাকলেও বিনয়কে গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা।

কিন্তু এবার তার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হল। বিনয় মিশ্র এখন থেকে চলে আসছে বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসিদের সারিতে। তাকে ‘ফিউজিটিভ ইকোনোমিক অফেন্ডার’ বা অর্থনৈতিক অপরাধে পলাতক আসামি ঘোষণা করতে উদ্যত হয়েছে ইডি। আর এর জন্য তারা দ্বারস্থ হচ্ছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে।

বিজয় মালিয়া হোক কিংবা নীরব মোদী, মেহুল চোকসি হোক বা বিনয় মিশ্র, সকলেই দেশে অপরাধ করে পালিয়ে গিয়েছে বিদেশের মাটিতে। তাই তাদের দেশে ফিরিয়ে শাস্তি দেওয়ার ক্ষেত্রে সেইভাবে এখনও কোনও পদক্ষেপ নেওয়া যায়নি। এমনকি তারা কোথায় আছে তা কার্যত জানার পরেও তেমন কিছু করতে পারেনি সরকার।

যদিও ২০১৮ সালে ‘ফিউজিটিভ ইকোনোমিক অফেন্ডার’ আইন আনে ভারত। এই আইনে যারা ভারতে অর্থনৈতিক অপরাধ করে পালিয়ে গিয়েছে তাদের দেশ এবং বিদেশের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সেই পদক্ষেপ নিতেই ইডি দারস্থ হচ্ছে আদালতের।

উল্লেখ্য, অনেক আগেই জানা গিয়েছে কয়লা ও গরু পাচার চক্রের অন্যতম মূল পান্ডা বিনয় মিশ্র প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে সেখানেই গা ঢাকা দিয়েছে। প্রথমে বিনয় মিশ্র বাংলা ছেড়ে মুম্বই হয়ে পালিয়ে যায় দুবাইয়ে। সেখান থেকেই এই দ্বীপে গিয়েছে সে বলে খবর। এমনকি সেখানকার নাগরিকত্বও নিয়ে নিয়েছে সে। ভারতীয় দূতাবাসে নিজের পাসপোর্ট জমা করা তার।

You May Also Like