আদালতের নির্দেশের পরেও হচ্ছে নিশীথ কাণ্ডে মিলছে না তথ্য

0 min read

সম্প্রতি এক ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই ঘটনা সিবিআই তদন্তের আবেদন গৃহীত হয়েছে কলকাতা হাইকোর্টে। এরই সাথে নথি হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়।

কিন্তু এখনো পর্যন্ত সেই নথি না পাওয়ায় আদালতের দ্বারস্থ হল সিবিআই। সিবিআইয়ের পক্ষ থেকে মঙ্গলবার এই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। এরপর আদালতের পক্ষ থেকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়।

বলা বাহুল্য, এর আগে দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। বিজেপি শিবির অভিযোগের আঙ্গুল তোলে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, ওই ঘটনা ছিল সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এরপর মামলার রুজু করা হয় কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে।

You May Also Like