আগামী তিন বছরের মধ্যে নতুন করে সেজে উঠতে চলেছে দেশের প্রতিটি স্টেশন

0 min read

বিগত বেশ কিছু সময় ধরে দেশ জুড়ে একের পর এক স্টেশনকে রীতিমতো নতুন করে ঢেলে সাজাচ্ছে রেল। মূলত, ট্রেনের ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে গুরুত্ব দিয়ে অত্যাধুনিকভাবে সংস্কার করা হচ্ছে স্টেশনগুলিকে। এবার নবরূপে সজ্জিত হতে চলেছে আসানসোল রেল স্টেশনটি।.

ভারতীয় রেল এই কাজের জন্য ৪৯৬ কোটি টাকা মঞ্জুর করেছে। এই প্রসঙ্গে পূর্ব রেলের নির্মাণ বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার আশিস ভরদ্বাজ জানিয়েছেন যে, রেল বিশ্বমানের আধুনিকীকরণের জন্য আসানসোল স্টেশনের ড্রইং এবং ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিগত বিষয়ে পরিবর্তনগুলিকে অনুমোদন করেছে। পাশাপাশি তিনি জানান যে, হাওড়া স্টেশনের জন্য ১,০০০ কোটি টাকার সম্ভাব্য ব্যয় অনুমান করা হয়েছে।

এছাড়াও জসিডি, ব্যান্ডেল, ভাগলপুর এবং কলকাতার ক্ষেত্রে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা খরচ করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এই স্টেশনগুলির বেশিরভাগই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হবে। পাশাপাশি আধুনিক লিফট সিস্টেম, স্টেশনগুলির পৃথক এন্ট্রান্স এবং এক্সিট পয়েন্ট, শপিং মল, ক্যাফেটেরিয়া, আলাদা পার্কিংয়ের আধুনিক ব্যবস্থা, এটিএম, চিকিৎসা সংক্রান্ত সুবিধা ইত্যাদি উপলব্ধ থাকবে। এই স্টেশনগুলির কাজ ২০২৬ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

You May Also Like