মুখোমুখি মোদী-পুতিন, আলোচ্য বিষয় যুদ্ধ পরিস্থিতি

1 min read

বছরের শুরুর দিকে শুরু হয়ে এখনও যুদ্ধ চলছে অবিরাম গতিতে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা ইউক্রেন-রাশিয়া পরিস্থিতিতে দীর্ঘ দিন পর মুখোমুখি এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে এই প্রথম দুই রাষ্ট্রনায়কের সাক্ষাৎ হল।

জানা গিয়েছে, পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেই মোদী তাঁকে মনে করিয়ে দেন যে, এটি যুদ্ধের সময় নয়। পাল্টা পুতিনও তাঁকে বলেন, ইউক্রেন নিয়ে তাঁর উদ্বেগের কথা তিনি জানেন। এদিকে পূর্ব লাদাখে সংঘাতের পর এই প্রথমবার এক সঙ্গে দেখা গেল মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও।

পুতিন মোদীকে জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিষয়টি দ্রুত শেষ হোক সেটা তারাও চান এবং ইউক্রেন নিয়ে যে ভারত উদ্বিগ্ন সেটাও তিনি খুব ভাল করেই জানেন। একই সঙ্গে, ভারত কোন অবস্থান নিয়েছে যুদ্ধ প্রসঙ্গে তাও তাঁর জানা। এদিকে ভ্লাদিমির পুতিনকে মোদী ধন্যবাদও জানিয়েছেন। ইউক্রেনে যে সব পড়ুয়ারা আটকে পড়েছিল, তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা করে দেওয়ায় ইউক্রেন ও রাশিয়া দুই দেশকেই ধন্যবাদ জানান মোদী।

You May Also Like