নতুন ভ্য়ারিয়েন্ট নিয়ে বাড়ছে আশঙ্কা

1 min read

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। গত দু’ বছর ধরে সংক্রমণের সঙ্গে ক্রমাগত লড়াই করে চলেছে গোটা দুনিয়া। বিশেষজ্ঞরা বলছেন, করোনার সাব ভ্যারিয়েন্ট বা উপরূপ এক্সবিবি.১.৫ (XBB.1.5)-এর কারণেই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই মারণ রোগ৷ আরও ২৮টি দেশে মিলেছে আমেরিকার ‘ডমিনেন্ট’ ভ্যারিয়েন্টের খোঁজ৷ অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টকে ‘ক্রাকেন ভ্যারিয়েন্ট’ নামে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এক্সবিবি ১.৫ হল ওমিক্রন এক্সবিবি-র সাবভ্যারিয়েন্টের একটি রূপ। বিএ২.৭৫ এবং বিএ২.১০ ভ্যারিয়েন্ট মিশে গিয়ে এই নতুন সাব ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে। এক্সবিবি সাবভ্যারিয়েন্ট মূলত ভারত ও সিঙ্গাপুরে বিস্তার লাভ করলেও, এক্সবিবি১.৫-র দাপট সবথেকে বেশি দেখা গিয়েছে মার্কিন মুলুকে। গত অক্টোবর মাসেই এই সাবভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল হু৷

তবে এক্সবিবি১.৫ ভ্য়ারিয়েন্টই করোনার সবচেয়ে বেশি সংক্রামক রূপ কিনা, তা এখনও নিশ্চত নয়৷ এখনও পর্যন্ত ২৯টি দেশে এই ভ্য়ারিয়েন্টের খোঁজ মিলেছে। শীতকালে এই সংক্রমণের হার আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷

You May Also Like