মোরবিতে বিশ্বের বৃহত্তম টাইলস শোরুম খুলছে গ্রানিটো

1 min read

এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড(এজিএল) গুজরাটের মোরবিতে বিশ্বের বৃহত্তম টাইলস শোরুম খোলার পরিকল্পনা করছে৷ এটি হল ভারতের শীর্ষস্থানীয় টাইলস ব্র্যান্ড কোম্পানি। ১.৫ লক্ষ বর্গফুট এলাকায় বিস্তৃত পাঁচ তলার এই শোরুমটিতে টাইলস, স্যানিটারিওয়্যার, বাথওয়্যার, কোয়ার্টজ এবং ইঞ্জিনিয়ার মার্বেল সহ এজিএল গ্রুপের সম্পূর্ণ পণ্য পরিসীমা প্রদর্শন করা হবে।

সম্প্রতি গ্রানিটো বিভিন্ন আকারে ফ্রেসকো ডেকোরেটিভ মোজাইক টাইলসও লঞ্চ করেছে। ২০২২ সালের ১৫ জানুয়ারী শোরুমের ভূমি পূজনের দিন নির্ধারিত রয়েছে। আভ্যন্তরীন ও আন্তর্জাতিক বাজারের বিভিন্ন চাহিদা মেটাতে গ্রানিটোর শোরুমটি ওয়ান-স্টপ-সলিউশন হিসেবে ডিজাইন করা হবে। শোরুমে এক জায়গায় ১৫০ প্লাস কোয়ার্টজ, ৩৫০ প্লাস স্যানিটারিওয়্যার, ৫০ প্লাস সিরিজের সিপি ফিটিং এবং ৫,০০০ প্লাস টাইলস ডিজাইন থাকবে।

উল্লেখ্য, কোম্পানিটি বর্তমানে ১০০ টিরও বেশি দেশে রপ্তানি করে। আগামি বছর গুলিতে গ্রানিটোর লক্ষ্য ১২০ টিরও বেশি দেশে রপ্তানি নেটওয়ার্ক প্রসারিত করা। এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কমলেশ প্যাটেল বলেন, এটি দেশের সিরামিক শিল্পের জন্য একটি যুগান্তকারী প্রকল্প হবে।

You May Also Like