ভালো নেই তিনি, পার্থর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন আইনজীবী

0 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অতীতে একাধিকবার জেলের অব্যবস্থা ও নিজের চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এবার পার্থ চট্টোপাধ্যায় বিচারকের কাছে নিজের সুচিকিৎসার জন্য আর্জি জানালেন। বিচারকের কাছে পার্থর আর্জি, “আক্রান্ত হওয়ার ১০ দিন পর একজন চিকিৎসা পাবেন। একটু দেখুন। মরে গেলে আর কী বিচার করবেন?” পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন আইনজীবী‌।

তিনি বলেন, “ভারাক্রান্ত মনে মেডিকেল পিটিশন করছি। পা ফুলছে। কোর্ট নির্দেশ দেওয়ার পর একজন ভিজিট করবেন। তবে ঠিকমতো চিকিৎসা হয় না। অসুস্থ মানুষ, তদন্তের মুখোমুখি হচ্ছেন দীর্ঘদিন ধরে। কিন্তু রয়েছেন বিনা বিচারে। চিকিৎসা পাচ্ছেন না।” পার্থ চট্টোপাধ্যায় বিচারকের উদ্দেশ্যে বলেন, “স্যার আপনি বিচার করুন।”

You May Also Like