বনদপ্তরের হার্বাল আবীর এলো বাজারে

1 min read

গত বছরের তূলনায় এবার বন দপ্তরের নন টিম্বার ফরেস্ট প্রোডিউস ডিভিশনের হার্বাল আবীরের চাহিদা অনেকটাই বেড়েছে। চলতি মাসেই রয়েছে রঙের উৎসব। আর এই বছরেও বাজারে বন দপ্তর নিয়ে আসলো হার্বাল আবীর।

গত বার ৩.৯ কুইন্টাল আবীর উৎপাদন হয়েছিল। যার থেকে বন দপ্তরের আয় হয়েছিল ৪৬ হাজার টাকা। এবার প্রায় সাড়ে সাত কুইন্টাল আবীর উৎপাদন হয়েছে। এক লক্ষ টাকার লক্ষ্যমাত্রা রেখেছে বন দপ্তর। মঙ্গলবার হার্বাল আবীরের বিষয়ে জানান ডিএফও এসপি শর্মা।

 মূলত হলুদ, সবুজ ও কমলা এই তিন রঙের আবীর বাজারে আনছে বন দপ্তর। কমলা ও হলুদ মূলত গাঁদা ফুল ও সবুজ আবীর বানানো হচ্ছে বেল পাতা দিয়ে৷ ২৫০ গ্রাম আবীরের দাম ৫০ টাকা ও ৫০০ গ্রাম আবীরের দাম ধার্য্য করা হয়েছে ৯০ টাকা।

You May Also Like