হালকা রোদের মাঝেই মুখ ভার আকাশের, ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

1 min read

স্বস্তি পেলো কলকাতাবাসী৷ পূর্বাভাস ছিলই ব্যাপক বৃষ্টি হবে, এবার সেই পূর্বাভাসকে সত্যি করে নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ নিম্নচাপের দাপটে সপ্তাহভর বৃষ্টি, মুখ গোমরা আকাশের৷ বেলা গড়ালে পাল্টে যেতে পারে আকাশের গতিপ্রকৃতি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে নিম্নচাপ। যার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে বইতে পারে ঝোরো হাওয়া। ফের উত্তাল হয়ে উঠতে পারে সমুদ্র।

আগাম সতর্কতা মেনে আগামী বুধ ও বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবারের মধ্যেই মৎস্যজীবীরা যাতে মাঝসমুদ্র থেকে ফিরে আসেন, সেই পরামর্শও দেওয়া হয়েছে। এ বছর বর্ষায় কার্যত ভারী বৃষ্টির দাক্ষিণ্য পায়নি দক্ষিণের জেলাগুলি।

You May Also Like