বন্দেভারত এক্সপ্রেস যাত্রায় ইটবৃষ্টিতে শুরু হলো তদন্ত

1 min read

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর শেষে রাজ্যে যাত্রা শুরু করেছে প্রথম শ্রেণির ট্রেন বন্দেভারত এক্সপ্রেস৷ কিন্তু প্রথম সফরেই গুচ্ছ অভিযোগ৷ দ্বিতীয় দিনের সফরে বিপত্তির মুখে বন্দে ভারত এক্সপ্রেস। মালদহে ঢোকার আগেই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে বেশ কয়েকজন ইট-পাথর ছোঁড়ে। বিকেল পাঁচটা ১০ মিনিট নাগাদ কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারতের সি-১৩ কোচে পাথর এসে পড়ে।

এটি ছিল ট্রেনের শেষের দিক থেকে দ্বিতীয় কামরা৷ ইটের আঘাতে সি১৩ কোচের দরজার কাচ ভেঙে যায়। যার জেরে গাড়ির গতি কিছুটা মন্থর হয়ে যায়৷ তবে যাত্রায় কোনও অসুবিধা হয়নি বলেই রেল সূত্রে খবর। রেল সূত্রে খবর, এই ঘটনার পর নির্ধারিত স্টপেজ মেনে মালদা টাউনে দাঁড়ায় হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু, যাত্রী পরিষেবা শুরুর দ্বিতীয় দিনে কে বা কারা সেই ঘটনা ঘটাল, তা খুঁজে বের করার চেষ্টা করছে রেল।

ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷ হাওড়াগামী বন্দেভারতের উপর মালদহের কুমারগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় ইতবৃষ্টি হতেই রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) তরফে উর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে ঘটনাটি জানানো হয়৷ এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। উত্তর সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের অন্তর্গত কুমারগঞ্জ স্টেশন।

You May Also Like