অবৈধভাবে নদী থেকে বালি পাচার বন্ধ করতে অভিযানে নামল ভূমি রাজস্ব দপ্তর

0 min read

অবৈধভাবে নদী থেকে বালি পাচার বন্ধ করতে অভিযানের নামল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর।
আজ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের তারবান্দা শিবডাঙ্গগি এলাকায় বালাসন নদীতে বেশ কয়েকটি ট্রাক্টর অবৈধভাবে নদী থেকে বালু তুলে পাচারের চেষ্টা করছিল। সেইসময় ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ধাওয়া করে সেই ট্রাক্টর আটক করে। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ট্রাক্টর চালক। এরপরে খবর দেওয়া হয় বাগডোগরা থানার পুলিশকে। পুলিশ এসে বাগডোগরা থানায় ক্রেনের সাহায্যে ট্রাক্টরটি নিয়ে যায়।

এই বিষয়ে ভূমি রাজস্ব দপ্তরের রেভিনিউ অফিসার অশোক পাল জানান, “যারা প্রতিনিয়ত রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাচার কজার তাদের বিরুদ্ধে অভিযান চলছে। তেমনি আজ সকালে আমাদের কাছে খবর ছিল বালাসন নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। সেই মোতাবেক আমরা ঘটনাস্থলে এসে ধাওয়া করে একটি ট্রাক্টর আটক করি।সকাল থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত একটি ট্রাক্টর আটক হয়েছে। তবে আজ সারাদিন এই অভিযান চলবে বিভিন্ন নদীতে। পাশাপাশি রাতেও অভিযান চালানো হবে।”

You May Also Like