বাজ পড়ে নষ্ট হতে পারে ফ্রিজ, এসি! কীভাবে মোকাবিলা করবেন?

0 min read

তীব্র দাবদাহের পর অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। গত কয়েক দিন ধরে কলকাতা বৃষ্টিতে ভিজেছে। তার সাথে কোন কোন জায়গায় বাজ পড়েছে। আগামী কয়েক দিন ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাজ পড়ার কারণে অনেক সময় বাড়ির এসি, ফ্রিজ ইত্যাদি নষ্ট হয়ে যায়। একবার নষ্ট হয়ে গেলে সেগুলো আর রক্ষা করা যায় না। তবে আগে থেকে বিপদ এড়ানো সম্ভব? বিপদ এড়াতে কী কী করতে হবে? জেনে নিন।

বাজ পড়ার সময় যত তাড়াতাড়ি সম্ভব এসি, ফ্রিজ, টিভি ইত্যাদির সুইচ বন্ধ করে দিন। দরকার পড়লে প্লাগ ও খুলে দিন।
বাড়িতে যদি রাউটার থাকে সেটাও বন্ধ করে দিন।
মোবাইল ফোন চার্জ থেকে খুলে দিন।
ল্যাপটপ ব্যবহার করার সময় ব্যাটারি ব্যবহার করবেন। সবসময় ভুলেও চার্জ দেবেন না ল্যাপটপে।
অনেকের বাড়িতে আর্থিং করা থাকে। তবে আর্থিং করে থাকলেই যে বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে এমন নয়। এই সময়েও ল্যাপটপ এবং ফোন ইত্যাদি চার্জে না দেওয়াই ভালো।

Tagged

You May Also Like