ফুলবাড়িতে পরিযায়ী পাখি পরিদর্শনে মেয়র গৌতম দেব

0 min read

ফুলবাড়িতে সাতসকালে পরিযায়ী পাখি পরিদর্শনে এলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। প্রতিবছর শীতকালে অসংখ্য পরিযায়ী পাখিদের ভিড় জমে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজের জলাশয়ে। তবে অন্যান্য বছরগুলির তুলনায় এবারে ফুলবাড়িতে পরিযায়ী পাখির সংখ্যা অনেকটাই কম মনে করছেন গৌতম দেব। কারণ, সম্প্রীতি সিকিমে বন্যা পরিস্থিতির কারণে ফুলবাড়ির তিস্তা ও মহানন্দা নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় অনেকাংশেই পলিমাটি জমে থাকার কারণে পাখি বসতে পারে না।
পাশাপাশি ফুলবাড়ির তিস্তার পারে অবস্থিত পার্কটি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন গৌতম দেব। সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামানিক। এদিন সকাল সাড়ে ছয়টা থেকে প্রায় এক ঘন্টা ধরে বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিযায়ী পাখি পরিদর্শন করেন গৌতম দেব।

You May Also Like