স্বস্তির বার্তা, দক্ষিনবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

1 min read

বৈশাখীর দাবদাহে পুড়ছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। পাশাপাশি এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে দেখা মেলেনি কালবৈশাখীর। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজ শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও দুই বর্ধমানেও।

উল্লেখ্য, অন্য বছরগুলিতে বৈশাখ মাসের শুরু থেকে এতদিনের মধ্যে বেশ কয়েকটি কালবৈশাখী দেখা যেত বাংলায়। তবে এবার এখনও পর্যন্ত দেখা মেলেনি কালবৈশাখীর। তবে আগামী সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টির হাত ধরেই ভ্যাপসা গরম থেকে ক্ষণিকের রেহাই পেতে পারেন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। তবে হাওয়া অফিসের এদিনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার আকাশ আংশিক মেঘলা থাকবে । সন্ধ্যায় ঝড়-বৃষ্টি হতে পারে । শুক্রবার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কমে ৩৪.৪ ডিগ্রি ছিল । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেড়ে ২৮.২ ডিগ্রিতে ছিল। শনিবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি এবং ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে।

You May Also Like