১৯টি নতুন শহরে মোভিনের পরিষেবা লঞ্চ

1 min read

১৯টি নতুন শহরে এক্সপ্রেস এন্ড-অফ-ডে-পরিষেবা প্রসারিত করেছে মোভিন। মূলত বি২বি গ্রাহকদের প্রযুক্তি চালিত পরিষেবা অফার করে মোভিন। বর্তমানে দেশের ৪৭টি  শহরে মোভিনের এক্সপ্রেস-এন্ড-অফ-ডে পরিষেবা উপলব্ধ। যা মূলত দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র তথা ৩,০০০ পিন কোড কভার করে। এই ১৯টি নতুন শহর হল – এলাহাবাদ, ঔরঙ্গাবাদ, বাগডোগরা, বেলগাঁও, দেরাদুন, গুয়াহাটি, হুবলি, যোধপুর, কোলহাপুর, মাদুরাই, মহীশূর, নাগপুর, রাজমুন্দ্রি, রাজকোট, তিরুবনন্তপুরম, তিরুচিরাপল্লী, তিরুপতি, উদয়পুর এবং বারাণসী।

সম্প্রসারণের এই পর্যায়ে মোভিনের এক্সপ্রেস-এন্ড-অফ-ডে পরিষেবা তথা নেটওয়ার্ক দেশের সবচেয়ে কৌশলগত বাজার তথা টেক্সটাইল, ইলেকট্রনিক্স, আইটি পেরিফেরাল, স্বয়ংচালিত উপাদান, স্বাস্থ্যসেবা, এবং ই-কমার্স সেক্টরকে যুক্ত করে।  

মোভিন ইন্টারগ্লোব এন্টারপ্রাইজের ডিরেক্টর জেবি সিং বলেন,  আমাদের নেটওয়ার্ক দেশের সবচেয়ে কৌশলগত বাজারগুলিকে যুক্ত করেছে যা আমাদের টেক্সটাইলের মতো সেক্টর থেকে ব্যবসাগুলিকে আনলক করার অনুমতি দেবে।

You May Also Like