গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন সাংসদ

0 min read

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই আবহেই বাংলায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকদিন থেকেই জল্পনা চলছিল, মোদীর সভামঞ্চে কি হাজির হতে পারেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।

এই নিয়ে এবার মুখ খুললেন জোড়াফুল সাংসদ নিজেই। প্রায় ২ বছর হল দলের সঙ্গে সম্পর্ক নেই বললেই চলে। শোনা যায় তৃণমূল নয় বরং গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। এবার দিব্যেন্দু অধিকারী বলেন, ‘আগামী মাসেই প্রধানমন্ত্রী বাংলায় আসছেন। হয়ত তার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটবে।’

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ভূয়সি প্রশংসাও একাধিকবার শোনা গেল দিব্যেন্দুর মুখ থেকে। তবে সাসপেন্স এখনও জিয়িয়ে রাখতে চান তমলুকের সাংসদ। সব ঠিকঠাক থাকলে আগামী মাসেই তিন তিনবার রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

You May Also Like