নতুন স্কেচার্স ফোমিস ফুটওয়্যার

1 min read

কমফর্ট টেকনোলজি কোম্পানি স্কেচার্স লঞ্চ্‌ করল এক নতুন কালারফুল কালেকশন – স্কেচার্স ফোমিস। এই ফুটওয়্যার তৈরি হয়েছে লাইটওয়েট ইভিএ ফোম দ্বারা, যা দিনভর আরাম দেবে। স্কেচার্স ফোমিস ফুটওয়্যার কালেকশনে রয়েছে প্রতিদিনের পোশাকের সঙ্গে ব্যবহারের উপযোগী আরামদায়ক, ওয়াটার-ফ্রেন্ডলি ও কালারফুল মোল্ডেড শ্যুজ, স্যান্ডাল ও স্লিপ-অন। উষ্ণ দিনে ও বর্ষাতেও স্কেচার্স ফোমিস ফুটওয়্যার ব্যবহার করা যাবে। পুরুষ ও মহিলাদের জন্য স্কেচার্স ফোমিস পাওয়া যাবে ২২৯৯ টাকা থেকে, স্কেচার্স রিটেল স্টোরসমূহে এবং স্কেচার্স-ডট-ইন থেকে।

You May Also Like