হাসপাতালে ভর্তি হলেন নিরুপা গঙ্গোপাধ্যায়

0 min read

সময় খারাপ যাচ্ছে বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বছরের শুরু থেকেই একের পর এক বিপদ আসছে। বছরের শুরুতে শারীরিক অসুস্থতায় ভুগে ছিলেন তিনি নিজে। এবার তাঁর মা নিরুপা গঙ্গোপাধ্যায়ও ভাইরাসে আক্রান্ত হলেন। হঠাৎই অসুস্থতা বেড়ে যায় সোমবার গভীর রাতে। আপাতত শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি যদিও তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন সৌরভ জননী। সঙ্গে ছিল জ্বর। চিকিৎসকদের চার সদস্যের দলে রয়েছেন কার্ডিওলজিস্ট সরোজ মন্ডল, পালমোনোলজিস্ট অঙ্কন ব্যানার্জি, সপ্তর্ষি বসু এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক সৌপ্তিক পাণ্ডা।

কোমর্বিডিটি থাকায় সামান্য উদ্বিগ্ন চিকিৎসকরা যদিও তারা স্পষ্ট জানাচ্ছেন যে আপাতত কোনো রকম জটিলতার কোন ব্যাপার নেই। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বয়স বেশি হওয়ায় আপাতত চিন্তিত পরিবারের সকল সদস্যরা। এদিকে মা নিরূপা দেবীর করোনা ধরা পড়ার পর বাড়িতে বাকি সকলেরই করোনা পরীক্ষা হয়েছে ৷ স্বস্তির খবর রিপোর্ট নেগেটিভ এসেছে সৌরভের ৷ কিছুদিন আগে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়।

You May Also Like