বাড়তে পারে তেলের দাম

0 min read

বদলে যেতে পারে নিয়ম, আশঙ্কা বিশেষজ্ঞদের। অপরিশোধিত তেল উৎপাদনে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এর জেরে গোটা পৃথিবীতে জ্বালানি সঙ্কট দেখা দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্বের একাধিক দেশই আরবের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়বে। বাদ যাবে না ভারতও।

চলতি বছরের দ্বিতীয় ভাগে এর প্রভাব দেখা যাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক শক্তি সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর ফতেহ বিরোল। জানা গিয়েছে, সৌদি আরব, রাশিয়া এবং অন্যান্য ‘ওপেক’ দেশগুলি তেলের উৎপাদন কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

ওপেক অর্থাৎ অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এই সংগঠনের সদস্য দেশগুলি তাদের তেল উৎপাদন কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে চলতি বছরের দ্বিতীয়ার্ধে ভারতে তেল আমদানি করার মূল্য দ্বিগুণ হয়ে যাবে। যার ফলে ভারতে লাফিয়ে বাড়তে পারে তেলের দাম। একইসঙ্গে চাপ পড়বে ভারতের অর্থনীতির উপরও।

You May Also Like